বিশেষ প্রতিনিধি, ডেইলি ভোরের সকাল।।
সাখাওয়াত হোসেন (জামালপুর) বকশীগঞ্জ প্রতিনিধি ।
জামালপুর জেলার মাদারগঞ্জ মডেল থানার
সৎ, সাহসী, নিষ্ঠাবান ও সুযোগ্য মানবিক চৌকস পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে কর্মরত। জ্বনাব মোঃ শাহীনুর আলম শাহীন ভাই।
তিনি আমাদের বকশীগঞ্জ বাসীর জামাইবাবু।
বকশীগঞ্জের উত্তর বাজারস্থ মরহুম মাজহারুল ইসলাম (দুলাল), দুলাল ম্যানসন ( বর্তমান ইসলামি ব্যাংক বকশীগঞ্জ শাখা ) মালিকের ছোট মেয়ে ও বীর মুক্তিযোদ্ধা সাবেক আইজিপি বর্তমান বি এন পির সম্মানীত উপদেষ্টা জ্বনাব মোঃ আব্দুল কাইয়ুম সাহেবের ভাতিজি তানজিলা শারমিন নিপার সঙ্গিনী (স্বামী) ও আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই জাতীয়তা বাদের আদর্শের সৈনিক জ্বনাব মোঃ ময়নুর হোসেন সম্পদ সাহেবের আদরের ছোট বোনের জামাই শাহীনুর আলম শাহীন।
মহান আল্লাহ তাআলা যেন তার দীর্ঘ নেক হায়াত বাড়িয়ে দেয় ও শারীরিক সুস্থতা দান করে আমরা বকশীগঞ্জ বাসীর পক্ষ থেকে এই কামনাই করি ।